Science Club

ক্রিডেন্স কলেজ বিজ্ঞান ক্লাব
মানুষকে আধুনিকতার ছোঁয়া এবং চলমান জীবনধারাকে সচল ও সহজতর করতে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। বিজ্ঞানের নতুন নতুন আবিস্কার বসবাসের অযোগ্য এলাকাকেও করে তুলতে পারে বাসযোগ্য এবং পৃথিবীকে তার বিপর্যয়ের পথ থেকে ফিরিয়ে আনতে পারে। শিক্ষার্থীদের নতুন নতুন বিজ্ঞানের আবিষ্কার, পুরাতন কিছুর পরিবর্তন এবং মানুষের ব্যবহার যোগ্য ও প্রয়োজনীয় নানা উপকরণ উদ্ভাবন করতে আগ্রহী করে তোলার লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে উত্তরা ক্রিডেন্স কলেজ বিজ্ঞান ক্লাব। দেশ ও জাতির কল্যাণে নতুন কিছু আবিস্কারের প্রতি আগ্রহ জাগানোই এই ক্লাবের উদ্দেশ্য। এ ক্লাবের মডারেটরের দায়িত্বে আছেন কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক আছেন ড. চিত্রা সাহা।