Math Lab
গণিত ল্যাবরেটরি
বিভিন্ন ফাংশনের লেখচিত্র অংকন ও বৈশিষ্ট্য নির্দিষ্টকরণ, আরগন্ড চিত্রে দুটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল চিহ্নিতকরণ এবং এদের মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়, লৈখিক পদ্ধতি ও দ্বিবিভক্তিকরণ পদ্ধতিতে f(x)=0 সমীকরণ সমাধানের আসন্ন মান নির্ণয়, প্রদত্ত তথ্য ব্যবহার করে দূরত্ব, উচ্চতা ও ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধান, জ্যামিতিক বৈশিষ্ট্য ব্যবহার করে কনিকের চিত্র অংকন, লেখচিত্রের সাহায্যে ফাংশনের অন্তরকের আসন্ন মান নির্ণয় ও ভুলের মাত্রা নির্ধারণ, y=f(x) এবং অক্ষর দ্বারা সীমাবদ্ধ তলের নির্দিষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফলের মান সূত্র প্রয়োগ করে নির্ণয়, লৈখিক পদ্ধতিতে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয়, লৈখিক পদ্ধতিতে যোগাশ্রয়ী প্রোগ্রামের সমস্যা সমাধান এবং ধারার প্রদত্ত সমস্যা সমাধানে প্রবাহ চিত্র তৈরী করা ও অ্যালগরিদম ব্যবহারকরণ বিষয়ে পাঠ