Kazi Nazrul Islam

কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। বাংলা সাহিত্য জগতে তাঁর আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে। তিনি সামাজিক অবিচার ও পরাধিনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিধায় তাঁকে বিদ্রোহী কবি বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে কবি নজরুল শুধু বিদ্রোহী কবিই নন, তিনি সাম্যবাদ ও প্রেমের কবি। তাঁর জীবন আদর্শ থেকে বর্তমান ছাত্র সমাজ দীক্ষা গ্রহণ করবে এবং গড়ে উঠবে প্রকৃত মানুষ হিসেবে। এই অর্থে তাঁর নামে এই হাউজটির নাম করণ করা হয়েছে।