ক্রিডেন্স কলেজ ডিবেটিং ক্লাব
বিতর্ক প্রতিযোগিতা শিক্ষা জীবনের এক অত্যাবশ্যকীয় সহশিক্ষা কার্যক্রম। এ প্রতিযোগিতার মাঝে একজন শিক্ষার্থী যেমন যুক্তিনির্ভর তর্ক করতে পারে, তেমনি উপস্থিত বুদ্ধি খাঁটিয়ে প্রতিপক্ষের বুদ্ধিদৃপ্ত যুক্তিকে খণ্ডন করতে পারে। বিতর্ক প্রতিযোগিতায় নিয়মিত অংশ গ্রহণের মাঝে একজন বক্তা যেমন তথ্যে ও জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হয়, তেমনি গড়ে ওঠে একজন ভাল উপস্থাপক হিসেবে।
এই কলেজের ছাত্র-ছাত্রীদের বির্তকসহ শিক্ষা কার্যক্রমে পারদর্শী করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে ক্রিডেন্স কলেজ ডিবেটিং ক্লাব। নিয়মিত প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এই কলেজের ছাত্র-ছাত্রীরা জাতীয় পর্যায় থেকে বিজয়ের মুকুট ছিনিয়ে আনবে- এ উদ্দেশ্য নিয়ে এ ক্লাব নিরলস কাজ করে যাচ্ছে। এই ডিবেটিং ক্লাবে মডারেটরের দায়িত্বে আছেন পৌরনীতি বিভাগের প্রভাষক মোছাঃ শারমিন আক্তার।