Cultural Club

ক্রিডেন্স কলেজ সাংস্কৃতিক ক্লাব
একটি জাতির কৃষ্টি প্রকাশ পায়, তার সাংস্কৃতিক প্রকাশ ভঙ্গির মাধ্যমে। সংস্কৃতি চর্চা মানুষকে বিনোদন যোগায়, মনের খোরাক দেয়। রুটিন বাধা নিত্য-নৈমিত্তিক কাজে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, সাংস্কৃতিক চর্চা তখন আমাদের মনে আনন্দ জোগায়। সাংস্কৃতিক চর্চা মূলত: একটি জাতির শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সহশিক্ষারূপে পরিগণিত। এই উদ্দেশ্যকেই সামনে রেখে প্রতিষ্ঠা করা হয়েছে ক্রিডেন্স কলেজ সাংস্কৃতিক ক্লাব। এই ক্লাবের মডারেটরের দায়িত্বে আছেন, বাংলা বিভাগরে প্রভাষক আব্দুস সালাম।