Begum Rokeya Shakhawat Hossain

বাঙালী মুসলিম সমাজে নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া অন্তঃপুর বাসিনী জীবন শুরু করলেও সামাজিক সীমাবদ্ধতার বেড়াজাল অতিক্রম করে বরণীয় ও স্মরণীয় হয়ে আছেন বিদ্যা চর্চায়, শিক্ষা সংগঠনে ও সামাজিক অগ্রগতি সাধনে। সমাজ সেবাব্রত হলেও বেগম রোকেয়া কলম ধরেছিলেন সমাজকে জাগানোর লক্ষ্যে। কলেজের ছাত্র-ছাত্রী তাঁর এই আদর্শকে মনেপ্রাণে ভালবাসুক এবং তাঁকে সামনে রেখে আজকের ছাত্রীবৃন্দ, যাঁরা আগামীর ভবিষ্যত, নিজেদেরকে প্রকৃত অর্থে মানুষরূপে গড়ে তুলুক এই বিষয়টি সব সময় মনে রাখার অর্থে হাউজটির নাম করা হয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হাউজ।