Marquee Example নোটিশঃ আগামী ২৩ শে নভেম্বর ২য় বর্ষের ১ম সাময়িক পরীক্ষা আরম্ভ হবে।
WELCOME to Uttara Credence College
উত্তরা ক্রিডেন্স কলেজ ’আলোকিত জাতি গঠনের অঙ্গীকার’ নিয়ে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন একঝাক মেধাবী শিক্ষক-শিক্ষকা, অধ্যক্ষ ও নির্বাহী কমিটির সমন্বয়ে ২০১০ সালে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে যাত্রা শুরু করে। প্রকৌশলী সৈয়দ মাহাবুবুল হক, সভাপতি, নির্বাহী কমিটি এবং অধ্যক্ষ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে উন্নত সাফল্য মন্ডিত ভবিষ্যত গড়ার প্রত্যয়ে উত্তরা ক্রিডেন্স কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক তিনটি শাখাতেই রয়েছে শিক্ষার্থী ভর্তির সুবিধা।

শিক্ষা বছরের শুরু হতেই একাডেমিক ক্যালেন্ডার অনুসারে পূর্ব নির্ধারিত পাঠ পরিকল্পনায় ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হয়। কলেজের শিক্ষকবৃন্দ সৃজনশীল পদ্ধতিতে পাঠদানে বিশেষভাবে অভিজ্ঞ। জটিল বিষয়সমূহ সহজভাবে উপস্থাপনের জন্য রয়েছে মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম। পাঠদানের সাথে সাথে নিয়মিত দৈনিক, মাসিক, সেমিষ্টার ও বার্ষিক পরীক্ষা নেওয়া হয়। MCQ উত্তরপত্র মূল্যায়নের জন্য রয়েছে নিজস্ব OMR মেশিন। সকল তথ্য ও পরীক্ষার নম্বরসমূহ সয়ংক্রিয়ভাবে SMS ও online এর মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রদান করা হয়। কলেজ ক্যাম্পাসটি ওয়াই ফাই সুবিধাসম্পন্ন| দূর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে টিওটোরিয়াল ক্লাসের ব্যবস্থা। শিক্ষকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রয়েছে নিবিড় পাঠদান ব্যবস্থা।

শিক্ষার গুণগতমান নিশ্চিত করার জন্য কলেজের রয়েছে পর্যাপ্ত বই সমৃদ্ধ আধুনিক লাইব্রেরী। লাইব্রেরীতে পাঠ্য বইয়ের পাশাপাশি রয়েছে বিভিন্ন বিষয়ের রেফারেন্স বই, জার্নাল ও online reading সুবিধা।

একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্নতমানের বিজ্ঞানাগারের বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার সাথে নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞানার্জন সহজ হয়ে ওঠে। এই লক্ষ্যে কলেজের রয়েছে জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন, গণিত ও কৃষিশিক্ষা বিষয়ে পর্যাপ্ত উপকরণ সমৃদ্ধ ল্যাবরেটরী। এছাড়াও আইসিটি বিষয়ের জন্য রয়েছে ইন্টারনেট সুবিধাসম্পন্ন পৃথক কম্পিউটার ল্যাব।

কলেজ জীবনের নিয়মিত শিক্ষা কার্যক্রমের বাইরেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, বিজ্ঞান মেলা, দেওয়াল পত্রিকা প্রকাশ, বার্ষিক ক্রীড়ানুষ্ঠান, নবীন বরণ, বিদায় সংবর্ধনা, পহেলা বৈশাখ, ব্লাড ডোনেশন, বার্ষিক বনভোজন, শিক্ষা সফর, স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতা ও Foreign Collaboration এর মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিকতা বিকাশ, নেতৃত্বের গুণাগুণ অর্জন ও নিজস্ব সংস্কৃতি সম্মন্ধে পরিচিত করে তোলা হয়। কলেজের সহশিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য রয়েছে কাজী নজরুল ইসলাম, ডঃ মুহম্মদ শহীদুল্লাহ, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ও বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হাউজ।

উত্তরা ক্রিডেন্স কলেজ এ আছে স্বল্প ব্যয়ে মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা। এই কলেজের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের শতভাগ পাশসহ ভালো ফলাফল নিশ্চিত করে। মাধ্যমিকের চেয়ে উচ্চ মাধ্যমিকে GPA বৃদ্ধি কলেজের উন্নত শিক্ষা ব্যবস্থারই প্রতিফলন যা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখে। কলেজের রয়েছে স্বল্প ব্যয়ে নিজস্ব মানসম্পন্ন আবাসন ব্যবস্থা।

আলোকিত জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ
উত্তরা ক্রিডেন্স কলেজ
সমৃদ্ধ ভবিষ্যত এর পথিকৃত।